গেল টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। যদিও এই সময়ে নিজেদের ফিট রাখতে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেয় ক্রিকেটাররা। তারপর রোববার মাঠের ক্রিকেটে টাইগাররা সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে সাকিব বললেন, ‘রোববার আমাদের ফিল্ডিংটা ভালো হয়নি। সবার শরীরী ভাষায় সেটা বোঝা গেছে। আপনি যতোই ফিটনেস ট্রেনিং করেন, জিম করেন, ম্যাচ ফিটনেস অন্যরকম একটা ব্যাপার। তবে ম্যাচের ভেতর থাকলে অনেক বেশি শেখা যায়। কারণ প্রতি ম্যাচেই নতুন নতুন পরিস্থিতি থাকবে। ওই পরিস্থিতিগুলো যতোই অনুশীলনে করবেন, পরে সেই পর্যায়ে আর যাবে না। আজকে আমাদের বেশ কিছু জায়গায় ঘাটতি ছিল। আশা করি পরের ম্যাচ থেকে এগুলো অনেক কমে যাবে।’
ম্যাচের একটা পর্যায়ে স্বাগতিক দর্শকের মনে উঁকি দিয়েছিল, হয়ত রোববারের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসানের অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচে ফেরে টাইগাররা এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। এ নিয়ে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় একটি ওভারে এক রান দেওয়া আর ওদের অনেক বড় একটা জুটির পর আমার ব্রেক থ্রু দেওয়াটা আমাদের জিততে কাজে লেগেছে। ’