সৌদি আরব থেকে হাজিদের আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৬১৪ জন হজ পালন করেন।
গত ৩ আগস্ট হজ ফ্লাইট উদ্বোধনের পর ৪ আগস্ট থেকে হাজিদের পরিবহনে ঢাকা থেকে জেদ্দার পথে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা শুরু হয়।