যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, স্বামী-স্ত্রী নিহত

 In শীর্ষ খবর

 

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, স্বামী-স্ত্রী নিহত

রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী চলন্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এ ঘটনায় ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মহানগরীর রাজাপাড়া থানার বহরমপুর রেলক্রসিং এলাকায় মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বহরমপুর রেলক্রসিং এলাকার রিকশা চালক বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। এ দুর্ঘটনায় আরো একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিপু মিয়া (৪৫) ও চম্পা বেগম (৩৫) নামে ওই বাড়িতে থাকা এক দম্পতি আহত হয়েছেন।

এছাড়া কেয়া পরিবহন নামে যাত্রীবাহী ওই বাসের যাত্রীদের মধ্যে ৬ জন আহত হয়েছেন। এরা হলেন ফিরোজ (৪১), শরীফ (২৪), মামুন (৩০), মানিক (৩১), এমদাদুল (৩৪) ও উত্তম (৫২)। তাদের সবাইকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) নামে একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ওই বাড়িতে থাকা স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা আহত হন। বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। বর্তমানে তাদের খোঁজ করা হচ্ছে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, কেয়া পরিবহন নামের যাত্রীবাহী ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান রাজাপাড়া থানার ওসি।

Recent Posts

Leave a Comment