শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহর্কত্রী আটক

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

বিশেষ প্রতিনিধিঃ

</br></br>
ঢাকার মধ্য বাড্ডা থেকে আটক করা হয়েছে শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনকারী মামলার অন্যতম আসামী মনি বেগম (৩৫)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার।

</br></br>
তিনি বলেন, এ নিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করা হলো। ধূর্ত মনি বেগম ঘনঘন অবস্থান পরিবর্তন করছিলো। তাকে গ্রেফতার করতে পুলিশের তিনটি টিম কাজ করে। সর্বশেষ মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ঢাকার মধ্য বাড্ডায় তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়।

</br></br>
এর আগে গত বৃহস্পতিবার রাতে পৌনে ৮টার দিকে শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ওমর ফারুক (৪০) কে আটক গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করা হয়। এছাড়া বুধবার রাতে জনতা কর্তৃক আটক হয় জান্নাতের মামা মধ্যস্থতাকারী মোস্তফা সরদার।
প্রসঙ্গত, গাজীপুরে দম্পতি কর্তৃক চাঁদপুরের হাইমচরের আট বছরের শিশু জান্নাতুল ফেরদৌস শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর ম-ল জান্নাতের পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন।

Recent Posts

Leave a Comment