১৯৯৬ সালের সময়কার পাকিস্তান দলের অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে পাকিস্তানের এই গতিদানব বলেন, ‘পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশ ছিল অদ্ভূত। বিশ্বাস করুন, এটি ছিল যথাসম্ভব সবচেয়ে বাজে ড্রেসিং রুম। সেই সময় ম্যাচ-ফিক্সিংয়ের ভয়াবহ থাবার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। তবে আমি সতীর্থদের সব সময়ই এটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি।’
আমিরকে সতর্ক করেছিলেন শোয়েব আখতার
স্পট-ফিক্সিং কেলেঙ্কারির অতীত পেছনে ফেলে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আমির। ২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এই পাক পেসার। তবে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার নাকি আমিরকে স্পট-ফিক্সিং ইস্যুতে আগেই সতর্ক করে দিয়েছিলেন। সেই সতর্কতায় কান না দিয়ে লোভের ফাঁদে পা দেন এই প্রতিভাবান পেসার।
Recent Posts