মির্জা আব্বাস সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আজকে মিটিং মিছিল করতে দেন না, কিন্তু জনগণ তাদের এই অধিকার একদিন ছিনিয়ে নিবেই।’
সরকার বাঘের পিঠে সওয়ার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের অত্যাচারের সীমা দেখে আমরা বুঝি আপনারা জনগণকে কত ভয় পান! আপনারা বাঘের পিঠে সওয়ার হয়েছেন। পিঠ থেকে নামলে আপনাদের পরিণতি কী হবে সেটা আপনারা ভালোই জানেন। সে কারণে মনে করছেন ক্ষমতায় আপনাদের থাকতেই হবে! ক্ষমতায় আসার দরকার নেই, নির্বাচনেরও দরকার নেই।’
সরকারের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আলোচনার কথা বলছি আপনারা বলছেন বিএনপির সাথে আলোচনা করার দরকার নেই। কেন বিএনপি কি ভেসে আসছে নাকি? আলোচনা করবেন না? আলোচনা করতে বাধ্য হবেন। বিএনপি ভেসে আসে নাই।’
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপি ও বিএনপির রাজনীতিকে সমর্থন করে। সাভারের পৌরসভার যুব দলের সাংগঠনিক সম্পাদক শাহ আলমের মর্মান্তিক হত্যাকাণ্ড প্রমাণ করে এই সরকার কিভাবে বিনা বিচারে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য অবলীলায় মানুষ হত্যা করছে।’
সরকার তারেক রহমানকে ভয় পায় উল্লেখ করে মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কিছু নয়। তার বিরুদ্ধে অসংখ্য মামলাসহ সাজাও দেওয়া হয়েছে। শুধু তাই নয় নিম্ন আদালত থেকে তাকে মুক্তি দিলেও হাইকোর্টে নিয়ে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানকে সরকার ভয় পায়। এই ভয় আজ থেকে নয়, যখন থেকে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতির পতাকা হাতে নিয়েছেন তখন থেকে।’
এ সময় আরো বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলামসহ অনেকে।