আরো বলা হয়, “সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে লাইভ দেওয়া কয়েকটি প্রোফাইল সনাক্ত করেছে এবং যেসব ডোমেইন বা ওয়েবসাইটে উক্ত সিনেমার কপি আপলোড করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
এছাড়া ‘আয়নাবাজি’র ফেসবুক লাইভ বা ওয়েবসাইট আপলোডের তথ্য কারো জানা থাকলে cyberunit@dmp.gov.bd ইমেইলে জানানোর অনুরোধ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২১ হলে মুক্তি পায় চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়া অভিনীত ‘আয়নাবাজি’। দর্শক চাহিদার কারণে চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা দাঁড়িয়েছে ৭৪টিতে।
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির টেলিভিশন অ্যাপসে সম্প্রতি সিনেমাটি আপ করা হয়। সেখান থেকে পাইরেসি হয়ে যায়। এরপর বাধ্য হয়ে রবি টিভি থেকে ‘আয়নাবাজি’ সরিয়ে দেওয়া হয়। কিন্তু এর আগেই বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে পাইরেটেড ‘আয়নাবাজি’।