তার দেওয়া হিসাব অনুযায়ী ছবিটি বলাকা, স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস থেকে প্রথম মাসে কমপক্ষে ৭০-৮০ লাখ টাকা পাবে। অন্যান্য হলের মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার সঙ্গীতা থেকে ৩-৪ লাখ করে আরো ১০-১২ লাখ টাকা শেয়ার মানি পাবে।
তিনি আরও বলছিলেন, ‘সবমিলিয়ে প্রযোজক এ ছবি থেকে প্রথম মাসেই দেড় কোটি টাকার উপরে ঘরে তুলবেন।’ বলাকার হল ম্যানেজার ও বুকিং এজেন্টের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ কথা নিঃসন্দেহে বলা যায় বহুদিন পর বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রি প্রকৃত প্রস্তাবে ‘সুপারহিট’ একটি ছবি পাচ্ছে। একই সাথে তামিল গল্প নির্ভর নির্মাতাদের জন্য অশনি সংকেত দিচ্ছে। কারণ ছবিটি শুধু এলিট দর্শক না সাধারণ শ্রেণীর মানুষরাও দেখছে।
অমিতাভ রেজার পরিচালনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। এর আগে উপস্থাপনা ও নাটকে দেখা গেলেও ‘আয়নাবাজি’র মাধ্যমে প্রথমবার সিনেমায় দেখা দিলেন নাবিলা।সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন ও লুৎফর রহমান জর্জ।