খাদিজা আক্তার নার্গিসের অবস্থার উন্নতি হয়েছে বলে ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছেন সিলেটের জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি। খাদিজাকে দেখে বেরিয়ে এসে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন।
সি এম তোফায়েল সামি বলেন, আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছি যে খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা ৫ শতাংশ থেকে উন্নতি হয়ে ১৫ শতাংশে এসেছে। হাত পা নাড়াচাড়া করছে কিন্তু সেন্স নেই।
তিনি আরও বলেন, সরকারের কাছে প্রার্থনা করি রাজনের মামলার বিচারের মতো খাদিজার হামলার বিচার যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং বদরুলের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
একই সময় উপস্থিত খাদিজার মামা আবদুল বাসেত বলেন, ওর কাছে আমি ও ওর বাবা প্রায় ২০ মিনিট ছিলাম। আগের চেয়ে অবস্থা একটু ভালো মনে হয়েছে। ডাক্তার আরও দুই দিন সময় নিয়েছে।