লংস্কর-ই-জাংভি নামক একটি সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি সংবাদমাধ্যম ডনকে বলেন, ইতোমধ্যে সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান সফল হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। অভিযানে অংশ নেওয়া সেনাদের মধ্যে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসীরা কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলি চালায়। ফলে সেখানকার পরিস্থিতি জিম্মি দশার মতো হয়ে পড়ে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন সন্ত্রাসী মারা পড়েছে।
তিনি আরো জানান, স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) অভিযানে জিম্মি দশা থেকে সকল ক্যাডেটকে মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে সীমান্তরক্ষী বাহিনীর (এফসি) মহাপরিদর্শক মেজর জেনারেল শিস আফগান জানান, হতাহতের সঠিক পরিসংখ্যান এখনি জানানো সম্ভব নয়। সন্ত্রাসীরা আফগানিস্তানে থাকা তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করছিল। সেখানে তিনজন সন্ত্রাসীকে দেখা গেছে যাদের সকলেই আত্মঘাতী পোষাক পরিহিত। ঘটনাস্থলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের চার ঘণ্টা সময় লাগবে। সূত্র : ডন।