খাদিজাকে বিদেশে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশে পাঠানোর বিষয়টা খাদিজার পরিবারের উপর নির্ভর করছে। আমাদের যতটুকু করার সবই করছি। বিদেশে যে চিকিৎসা তাকে দেওয়া হতো এখানেও তা দেওয়া হচ্ছে। তারপরও যদি নার্গিসের পরিবার চায় তাহলে তাকে উন্নত চিকিৎসা জন্য বিদেশ নিয়ে যেতে পারে।’
খাদিজার বড় ভাই শামীম আহমেদ রোববার দুপুরে বলেন, ‘খাদিজার অবস্থা আগের চাইতে এখন অনেক ভালো। আশা করি দুই/তিন দিনের মধ্যে আরো উন্নতি হবে।’
এ বিষয়ে সুশাসনের জন্যে নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা খাদিজার দ্রুত সুস্থতা কামনা করছি। সে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে মহান আল্লাহ কাছে সেই দোয়া করি। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাবেন বলে আশা করি।’
গত ৩ অক্টোবর পরীক্ষা শেষে ফেরার পথে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশন শেষে খাদিজা এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) এর নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তারের অধীনে চিকিৎসাধীন।