গাইবান্ধায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

 In দেশের ভেতর

 

গাইবান্ধায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গাইবান্ধা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা মোটর মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল ৬টা থেকে সব ধরনের পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করছেন। এতে রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে গাইবান্ধার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

গাইবান্ধা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন জানান, জেলা শহর থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামগামী যানবাহন গোবিন্দগঞ্জ উপজেলার ভেতর দিয়ে চলাচল করে। কিন্তু গোবিন্দগঞ্জ উপজেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা শুক্রবার থেকে গাইবান্ধার যানবাহন আটক করে গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছেন। এরইপ্রেক্ষিতে জেলার সব রুটে সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট পালন করা হচ্ছে।

গোবিন্দগঞ্জের জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু জানান, এর আগে গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির নেতাকর্মীরা তাদের যানবাহন সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছি।

Recent Posts

Leave a Comment