বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি)। এ ঘটনায় শুক্রবার বিকেলে জাফর ইকবাল সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় জিডি (নং ৫৯২) করেছেন।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বাসভবনে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশি পাহারা বসানো হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, গত বুধবার স্ত্রীসহ ঢাকায় অবস্থানকালে রাত সোয়া ১২টায় অধ্যাপক ইয়াসমিন হকের মোবাইল ফোনে ০১৬২৯৯৬৭৫৫১ নাম্বার থেকে একটি এসএমএস আসে। সেখানে লেখা ছিল, welcome to our new top list! your breath may stop at anytime. abt. পরে রাত ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মোবাইল ফোনেও একই নাম্বার থেকে একটি এসএমএস আসে। তাতে লেখা ছিল hi unbeliever! we will strangulate you soon. এই এসএমএস দুটি তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ বলে জিডিতে উল্লেখ করেন ড. জাফর ইকবাল।
এ ব্যাপারে ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হকে ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।