ওই কারখানার কর্মচারি ইব্রাহিম জানান, জুরাইনের ৩৩৩/৩ মেডিকেল রোডের নেয়াখালি পট্টির নিজ বাসায় মাদক সেবনের জন্য মহর আলীর কাছে মোটা অঙ্কের টাকা চায় সুমন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মহর আলীকে সবার সামনেই গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সুমন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহর আলীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তার বাবা মৃত আলী আকবর।
জানা গেছে, দুই বছর ভারতের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে আনা হয় সুমনকে। কিন্তু চিকিৎসার পরও তার কোনো পরিবর্তন না হওয়ায় তাকে সম্প্রতি বাসা থেকে হাত খরচের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এ নিয়েই মূলত তার বাবার সঙ্গে কথাকাটাকাটি হয় বলে দোকান কর্মচারি ইব্রাহিম জানান।