হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবুল বাসার পরিবর্তন ডটকমকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা নাবিল চেয়ারকোচ ও অপরদিক থেকে ছেড়ে আসা লোকাল যাত্রীবাহী বাস কাশিপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয় নারী যাত্রী নিহত হন।
আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।