অভিযানের সময় তাদের ছোড়া হাতবোমায় ৩ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর দিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
আটক ‘জেএমবি’ সদস্যরা হলেন কচুয়ার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল (১৯), কবির (৩৫) ও মিজান (১৯)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ভোররাতে কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের একটি বাড়িতে জেএমবি সদস্যরা অবস্থান করছে এমন খবরে পুলিশ ঐ বাড়িটি ঘিরে ফেলে। এসময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা শর্টগানের গুলি চালায়। পরে ঐ ঘরে অবস্থানরত ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। ঘরে তল্লাশি করে একটি পিস্তল, হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, একটি কম্পিউটারের হার্ডডিক্স ও একটি মনিটর উদ্ধার করা হয়। জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক ৪ জনের ব্যাপারে তদন্ত চলছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।