নিজস্ব প্রতিবেদকঃ
৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।
পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে ও স্বচ্ছতা আনতে দ্বিতীয়বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণ করেছে কমিশন। এর আগে প্রথমবারের মতো ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ধারিত হয়।সরকারি কর্মকমিশন (বিপিএসসি) নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশে করে। এর পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ পরীক্ষায় এবার ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে। রাজধানী ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ৬ বিভাগের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন একজন করে নির্বাহী হাকিম কেন্দ্রে উপস্থিত ছিলেন। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাতঘড়ি ও পকেটঘড়ি নিতে দেওয়া হয়নি। প্রতিটি কক্ষেই ঘড়ি ছিল।