মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রমজান মারা গেছে

 In দেশের ভেতর, প্রধান খবর, শীর্ষ খবর

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রমজান আলী (৭৪) মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

 

তিনি জানান, ৮ সেপ্টেম্বর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রমজান আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রমজান আলীর শারীরিক অসুস্থতা দেখা দিলে ৮ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর জেল থেকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রমজান আলীকে ১২ এপ্রিল নেত্রকোনা থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছিল।

Recent Posts

Leave a Comment