পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে (১৫ মাসের জন্য) ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটি তাদের কারখানা সম্প্রসারণের জন্য বিএমআরই খাতে ২৫০ কোটি টাকা ব্যয় করবে বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ১৫ মাসে (এপ্রিল’১৫-জুন’১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪.৮০ টাকা। তার আগের ১৫ মাসে (জানুয়ারি’১৪-মার্চ’১৫) কোম্পানির ইপিএস ছিল ১০.৪৬ টাকা। এদিকে, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭.০৮ টাকা। তার আগের বছরের ১৫ মাসে এনএভিপিএস ছিল ৪৪.৯৫ টাকা।
গত ১৫ মাস শেষে স্কয়ার ফার্মার শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১৫.৮৮ টাকা। এর আগের বছরের ১৫ মাসে এনওসিএফপিএস ছিল ১২.২১ টাকা।
আগামী ১৩ ডিসেম্বর, সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল-২, মহাখালী ডিওএইচএস, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগামী ১৪ নভেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।