৬৭ ভরি স্বর্ণসহ ‘৭ জেএমবি সদস্য’ আটক

 In শীর্ষ খবর

 

৬৭ ভরি স্বর্ণসহ ‘৭ জেএমবি সদস্য’ আটক

ডাকাতির মালামালসহ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সন্দেহভাজন ‘৭ জেএমবি সদস্য’কে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের কাছ থেকে ৬৭ ভরি স্বর্ণসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে মুঠোফোনের খুদে বার্তায় জানিয়েছে মহানগর পুলিশ।

পুলিশ বলছে, আটকরা ডাকাতিতে জড়িত। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় সোমবার সন্ধ্যায় সাতজনকে আটক করার কথা জানানো হয়।

পুলিশের দাবি, সন্দেহভাজন জেএমবি জঙ্গিদের কাছ থেকে ৬৭ ভরি সোনা, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি বুলেট, ছয় লাখ টাকা, টিভি, ল্যাপটপ, মোটরসাইকেল ছাড়াও কয়েক লাখ টাকার চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে।

পুরাতন জেএমবির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা কারাগারে রয়েছেন। তাদের মুক্ত করতে এবং ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে আর্থিক সংকটে রয়েছে সংগঠনটি। তাই তারা অর্থের যোগানের জন্য বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে বলে পুলিশের দাবি।

এ ব্যাপারে সকাল ১১টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent Posts

Leave a Comment