জবির ‘সি’ ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশ

 In পড়া লেখা

জবির ‘সি’ ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে। ফলে দ্বিতীয় ফলাফল নিয়ে সঠিক সংবাদ বিজ্ঞপ্তিতে পাল্টে গেছে ফলাফল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দ্বিতীয়বারের পাঠানো ফলাফলের যে সংখ্যা প্রকাশিত হয়েছে তা প্রথমবারের থেকে আলাদা।

সোমবার বিকাল সাড়ে ৩ টায় গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, জবির ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৯৫০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে বলা হয়। কিন্তু প্রায় ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ১ হাজার ৫১০ জন (বাণিজ্য- ১২৮২ ও অন্যান্য ২২৮ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

ভুলের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সাইফুল ইসলাম  বলেন, ‘আমি এটার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছিনা। তবে ভুলের কারণ জেনে জানানো হবে।’ সেই সাথে পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তি থেকে নিউজ করার অনুরোধ জানান তিনি।

গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলমের ভুল তথ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রথম যে তথ্য আসছে সে অনুযায়ী বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কিন্তু পরেরটাই সঠিক। আমরা সেখানে সংশোধনী পাঠিয়েছি।’

এদিকে ভুল ফলাফল নিয়ে জনমনে এবং সংবাদ কর্মীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভুল ফলাফল পাঠানোর কথা অস্বীকার করে ‘সি’ ইউনিটের সভাপতি ড. মনিরুজ্জামান ফোনে জানান, পরিবর্তন ডটকমকে ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৫১০ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ দেখানো হয়েছে। ৯৫০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণর বিষয়টি সঠিক নয়।’

Recent Posts

Leave a Comment