বিএনপি আমাকে ভয় পায় : এরশাদ

 In প্রধান খবর, রাজনীতি
বিএনপি আমাকে ভয় পায় : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি আমাকে বিশ্বাস করেনা তবে তারা আমাকে ভয় পায়। কারণ আমি যে দলের দিকে যাব সেই দলই সরকার গঠন করবে। সোমবার রাতে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘বিএনপি এখন মাঠে নেই, জনগণের মনে নেই তারা এখন টেলিভিশনের পর্দায়। তারা আন্দোলনের নামে গাছ কেটেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। তাদের কোনো জনপ্রিয়তা নেই। তারা আমাকে ভয় পায় কারণ আমি যে দলে যাই সেই দলই সরকার গঠন করবে।’তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টিকে সভা সমাবেশ ও মিছিল করতে দেয়নি। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা মিছিল মিটিং করতে পারছি। বিএনপি নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করেনা। জাতীয় পার্টি আছে, থাকবে এবং আগামী নির্বাচনে আরও ভালো করবে আমাদের দল।’

সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘রংপুরের মানুষের হাতে কাজ নেই। সরকার যে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে আমরা সেই চাল চাইনা। আমরা কাজ চাই। আমরা ক্ষমতায় গেলে রংপুরের জনগণের জন্য পাইপ লাইন স্থাপন করে গ্যাস সরবরাহ করব।’

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিন।

Recent Posts

Leave a Comment