আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা : চাঁদপুরে ৭২ কেন্দ্রে পরীক্ষার্থী ৫০ হাজার

 In শীর্ষ খবর

আজ ১ নভেম্বর মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। আজ শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। চাঁদপুর জেলায় ৭২টি কেন্দ্রে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চাঁদপুরে এ বছর ৮টি উপজেলার ৭২ কেন্দ্রে ৪৯ হাজার ৬শ’ ৬৩জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ৫০টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নেবে ৪০ হাজার ১শ’ ৪৪জন, আর ২২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় অংশ নেবে ৯ হাজার ৪শ’ ৭৯জন পরীক্ষার্থী। এ বছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ২০ হাজার ৪শ’ ৭১জন ও ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১শ’ ৫২জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৬শ’ ৮০জন বেশি।

শিক্ষা শাখার তথ্য মতে, চাঁদপুর সদরে জেএসসি পরীক্ষার্থী ৭ হাজার ৪শ’ ৯২জন, কেন্দ্র ৭টি। জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৪শ’ ১২জন, কেন্দ্র ৩টি। ফরিদগঞ্জে জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৮শ’ ৭৩জন, কেন্দ্র ১১টি। জেডিসি পরীক্ষার্থী ২ হাজার ১শ’ ৬৬জন, কেন্দ্র ৪টি। হাজীগঞ্জে জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৬শ’ ৪৯জন, কেন্দ্র ৭টি। জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৩শ’ ৫২জন, কেন্দ্র ৩টি। শাহরাস্তিতে জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ২২জন, কেন্দ্র ৫টি। জেডিসি পরীক্ষার্থী ৮শ’ ৫০জন, কেন্দ্র ২টি। কচুয়ায় জেএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৪শ’ ৬০জন, কেন্দ্র ৬টি। জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৮শ’ ৯৪জন, কেন্দ্র ৪টি। মতলব দক্ষিণে জেএসসি পরীক্ষার্থী ৩ হাজার ২শ’ ৪২জন, কেন্দ্র ৪টি। জেডিসি পরীক্ষার্থী ৮শ’ ৮৮জন, কেন্দ্র ৩টি। মতলব উত্তরে জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯শ’ ৭১জন, কেন্দ্র ৯টি। জেডিসি পরীক্ষার্থী ৪শ’ ৭৪জন, কেন্দ্র ২টি। হাইমচরে জেএসসি পরীক্ষার্থী ১ হাজার ৪শ’ ৩৫জন, কেন্দ্র ১টি। জেডিসি পরীক্ষার্থী ৪শ’ ৮৮জন, কেন্দ্র ১টি।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আশাকরি শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।

উল্লেখ্য, ২০১৫ সালের তুলনায় এ বছর চাঁদপুরে পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। গত বছর চাঁদপুর জেলায় মোট ৭১টি কেন্দ্রে ৪৭ হাজার ৬শ’ ৯০জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলো। ২০১৫ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ১ হাজার ৯শ’ ৩৩জন।

Recent Posts

Leave a Comment