এরপর ম্যাচের ২৭ ও ৩৫তম মিনিটে গোল করার দুটি ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করেন বার্সেলোনার নেইমার ও সুয়ারেজ।
এদিকে ম্যাচের ৩৯তম মিনিটে বার্সেলোনার জালে বল জড়িয়ে সিটিকে সমতায় ফেরান গুলডোগান। স্টার্লিংয়ের ক্রস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় বার্সেলোনার গোল মুখ ভেদ করেন জার্মান মিডফিল্ডার। এরপর প্রথমার্ধে আর কোন দল গোল না পেলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় বার্সেলোনা ও ম্যানসিটি।
বিরতি থেকে ফিরে দুর্দান্ত খেলতে থাকে সিটি। যার সুফলও পায় গার্দিওলার শিষ্যরা ম্যাচের ৫১তম মিনিটে। ডি-ব্রুইনের ফ্রি-কিকে স্বাগতিকরা এগিয়ে যায় ২-১ গোলে। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়েও ম্যাচের ৬৫তম মিনিটে আন্দ্রে গোমেস হতাশ করেন বার্সেলোনাকে।
এদিকে ম্যাচের ৭৪তম মিনিটে আবারো ম্যান সিটির জার্মান মিডফিল্ডার গুলডোগান দলটির হয়ে গোল করেন। হেসুস নাভাসের ক্রস আগুয়েরোর গায়ে লেগে বল পেয়ে যান গুলডোগান। এরপর দারুণ দক্ষতায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে সিটিকে এগিয়ে দেন ৩-১ গোলে। এরপর ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। যে কারণে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের শিষ্যদের।
এই হারে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।