শাহজালালে ১৪ কেজি স্বর্ণ জব্দ

 In জাতীয়

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা।

মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে কার্গো ফ্লাইট এসকিউ-৪৪৬ তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

কাস্টম হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির  জানান, গার্মেন্টস পণ্যের সঙ্গে আনা এ স্বর্ণের মধ্যে এক কিলো ওজনের ১৩টি বার রয়েছে। এ ছাড়া ছোট আকারের ৫টি বার ও ১৮৩ পিস স্বর্ণের চেইন রয়েছে। জব্দ স্বর্ণের মোট ওজন ১৪ কেজি।

Recent Posts

Leave a Comment