ইউএনও তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন

 In প্রধান খবর, শীর্ষ খবর

আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলিপূর্ব এই পদায়নের আদেশ জারি করা হয়। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসছিলেন তারিক সালমন।

প্রসঙ্গত, তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু গত ৭ জুন মামলা করেন।

ওই মামলায় গত ১৯ জুলাই ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারিক সালমন। আদালত প্রথমে তা নামঞ্জুর করেন। পুলিশ ইউএনও’র দুই হাত শক্ত করে ধরে আদালতের হাজতখানায় নেয়। তবে দুই ঘণ্টা পর ইউএনও’র জামিন মঞ্জুর করা হয়।

তারিক সালমনের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনা সারাদেশে ব্যাপক সমালোচিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। মামলাকারী আওয়ামী লীগ নেতা ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে মামলা তুলে নেন তিনি।
Recent Posts

Leave a Comment