ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
তিনি জানান, আগামী ৫ আগস্ট শনিবার চাঁদপুর জেলায় ৬-১১ মাস বয়সী মোট ৩৩ হাজার ৩শ’ ৮৫ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬৭ হাজার ৮০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২ হাজার ২শ’ ৬১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ।

 

Recent Posts

Leave a Comment