সৌদি জোটের বিমান হামলায় এক পরিবারের ৯ জন নিহত

 In দেশের বাইরে, লিড নিউজ

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের তিনজন নারী এবং ছয়জন শিশু। ইয়েমেনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা একথা জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আবদেল-ইলাহ আল-আজ্জি শুক্রবার বলেন, সাদা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় ভোরে একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে আরো তিনজন আহত হন।

তিনি বলেন, ‘আমরা শত্রুর সব অপকর্ম নথিবদ্ধ করছি এবং আমরা তাদের ভুলে যাব না। এসব অপরাধীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্য জানান, যখন সবাই ঘুমাচ্ছিলেন, তখনই এ হামলা চালানো হয়।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ভবনের ধ্বংসস্তুপে নিখোঁজ এক নারীকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

ছবিতে দেখা যায়, হামলায় পুরো বাড়িটি বিধ্বস্ত হয়েছে। প্রতিবেশীরা উদ্ধার কাজে এগিয়ে আসলেও ফের যুদ্ধবিমান উড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

উল্লেখ্য, ইয়েমেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শিয়াপন্থী হুথি যোদ্ধারা। তাদের সঙ্গে যোগ দেয় আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়ক আলি আবদুল্লাহ সালেহ ও তার অনুসারীরা। এরপর ২০১৫ সালের মার্চে গণতান্ত্রিক সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপ করে সৌদি জোট।

Recent Posts

Leave a Comment