রোহিঙ্গাদের ফেরত নেয়ার দাবি হেফাজতের

 In শীর্ষ খবর

মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেয়ার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম। রোহিঙ্গা সংকট সমাধানে আজ বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতারা এ দাবি জানান।

গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে আজ বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। শান্তিনগর মোড়ে পৌঁছালে মিছিলটি পুলিশ আটকে দিলে ওখানেই অবস্থান নেন তারা।

ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন, আবদুর রব ইউসূফী, জোনায়েদ আল হাবিব, আতাউল্লাহ হাফেজী, মাহফুজুল হক প্রমুখ। পুলিশি বাঁধার মধ্যে সংগঠনের ছয়জন নেতা মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দিয়ে আসেন।

Recent Posts

Leave a Comment