জাতীয় ঐক্যের ভিত্তিতে রোহিঙ্গা সমাস্যার সমাধান করতে হবে:এস এম এম আলম

 In প্রধান খবর, রাজনীতি

 

বার্তা পরিবেশক, চাঁদপুর।-

জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য এস এম এম আলম বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারকে আরো অনেক বেশি আন্তরিক হতে হবে। ১৬ কোটি মানুষের এই দেশে ১০ লাখ রোহিঙ্গ কে পুনর্বাসন করা কোনভাবই সম্ভব নয়। আর তাছাড়া তাদের কৃষ্টি ও সংস্কতিও বাংলাদেশের মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাদেরকে তাদের নিজ দেশ মিয়ানমারেই ফিরে যেতে হবে। এজন্য সরকারকে কুটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করতে হবে। তিনি বলেন, জাতিসংঘের স্থায়ী দেশ চীন ও রাশিয়ার সমর্থন ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনে চীন ও রাশিয়া সফরে যেয়ে সেসব দেশের সরকার প্রধানদের সাথে কথা বলতে হবে। এস এম এম আলম বলেন, নতুন নতুন অনেক দেশই এখন রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছ্ েকিন্তু সময় যত গড়াবে ততই সাহায্যের পরিমানও কমে আসবে। সে অবস্থায় বাংলাদেশের মত একটি দেশের পক্ষে ১০ থেকে ১১ লাখ রোহিঙ্গাকে খাওয়ানো-পড়ানো অসম্ভব হয়ে উঠবে। তাছাড়া এর প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। ইতিমধ্যে বিএনপি, জাতীয় পার্টির পক্ষ থেকে এ বিষয়ে জাতীয় এক্যের আহ্বান জানানো হয়েছে। জাতীয় পার্টি ও বিএনপি দু’দলই সরকারে ছিল এবং তাদেরও কম বেশি রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তাই সময় থাকতে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে সরকারকে এগিয়ে আসতে হবে।
এস এম এম আলম পবিত্র হজ পালন শেষে চাঁদপুরে এসে ঈদউত্তর গণসংযোগকালে এসব কথা বলেছেন। তিনি গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর চাঁদপুর শহরের পুরাণবাজার, দোকানঘর, জাফরাবাদ, বহরিয়া, ওয়ারলেছ, বাবুরহাট এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম বাচ্চু, জাতীয় কর আইনজীবী ফেডারেশনের সভাপতি ড. শামীম আধার, জাতীয় পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, জাতীয় কৃষক পার্টির জেলা সভাপতি ফয়েজ আহমেদ মন্টু প্রমুখ।

Recent Posts

Leave a Comment