নদী খননে অর্থ সংকট না থাকলেও ড্রেজিং মেশিনের স্বল্পতা রয়েছেঃ নৌ মন্ত্রী

 In জাতীয়, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি
অভ্যন্তরীণ নৌ পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং এর প্রথম পর্যায়ে চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর নৌ রুটে ড্রেজার দিয়ে খনন কাজ শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে খনন কাজের উদ্বোধন করেন নৌ মন্ত্রী শাহজান খান। উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ড্রেজার মেশিন সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী খনন বিলম্বিত হচ্ছে। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর নদী খননে অনেকখানি অগ্রগতি হয়েছে।
মন্ত্রী আরো বলেন, দেশের বৃহৎ নৌ-পথ উদ্ধারের জন্য যেই সংখ্যক ড্রেজিং মেশিনের প্রয়োজন তা আমাদের নেই। এক্ষেত্রে আমাদের অর্থ সংকট না থাকলেও ড্রেজিং মেশিনের স্বল্পতা রয়েছে। বর্তমান সরকার ইতোমধ্যে এক হাজার তিনশ কিলোমিটার নৌ-পথ উদ্ধার করেছে।
শাহজান খান বলেন, দেশের ২৪ হাজার কিলোমিটার নৌ-পথ খননে দুইশ ড্রেজার মেশিনের প্রয়োজন। কিন্তু সরকারের কাছে রয়েছে মাত্র একশ’টি ড্রেজার মেশিন। এই স্বল্প সংখ্যক ড্রেজার মেশিন দিয়ে নদীখনন সময়ের ব্যাপারে। পর্যায়ক্রমে দেশের সব নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ। স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন।
প্রসঙ্গত; ডাকাতিয়া নদীর চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জে সীমানা ৫০ কিলোমিটার নৌ পথে ২৯কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে খনন কাজ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা শিপইয়ার্ড- বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক এ খনন কাজ করছে।

Recent Posts

Leave a Comment