চরের বুকে চলছে কান্নার রোল!

 In জাতীয়, প্রধান খবর, লিড নিউজ

বিশেষ প্রতিনিধিঃ

চৈত্রের খরতাপ ভুলে চরের বুকে চলছে কান্নার রোল। শরীয়তপুর সংলগ্ন ইব্রাহীমপুর চরের ঈদগাঁ বাজার এলাকায় ড্রেজিংয়ের গর্তে পড়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় চরের গাজী বাড়িতে চলছে শোকের মাতম।

আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ শিশুদের নিথর দেহ দেখতে ছুটে আসছেন। আদরের সন্তান হারানো মানুষগুলোকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না তারা। উল্টো চোখ মুছতে মুছতে বাড়ি ত্যাগ করছেন শোকে কাতর মানুষগুলো।

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকার ঈদগাঁ বাজারের পাশে রোববার দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঈদগাঁ বাজার এলাকার গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে  শ্রাবন্তী আক্তার (৫) এবং  বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীর তীরে তারা প্রতিদিনের মতো গোসল করতে যায়। একপর্যায়ে পাশেই ড্রেজিংয়ে বালি কাটায় তৈরি হওয়া গর্তে তারা পড়ে যায়। সেখান থেকে তারা আর উঠতে পারেনি। ফলে মৃত্যু হয় তাদের।

স্থানীয়দের অভিযোগ নদীর তীরে ড্রেজার দিয়ে মাটি কাটায় বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়েই আজ তিন শিশুর করুণ মৃত্যু হলো।

নদী তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে বালি কাটার বিষয় স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান গাজী বলেন, আমি তিন-চার মাস অসুস্থ। কারা বালি কেটেছে জানি না।

স্থানীয় চেয়ারম্যান কাশেম ঢালী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই দুঃখজনক। তিন শিশুর মৃতদেহ দাফনের প্রক্রিয়া চলছে।

Recent Posts

Leave a Comment