ভারতে একদিনে ৮৭৬ জনের মৃত্যু

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫১ হাজার ৭৯৭ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৭৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ লাখ ২ হাজার ৭৪২। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৭৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৩৭ জন। সুস্থতার হার ৭৩ দশমিক ১৮ শতাংশ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২০ হাজার ২৬৫ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৮৮৬ জন, দিল্লিতে ৪ হাজার ২১৪ জন এবং কর্ণাটকে ৪ হাজার ৬২ জন।

Recent Posts

Leave a Comment