অজি কিংবদন্তি ডিন জোন্স আর নেই

 In খেলাধুলা

স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার ডিন জোন্স আর নেই। আজ (বৃহস্পতিবার) হৃদ রোগে আক্রান্ত হয়ে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আইপিএলে গতকালও (বুধবার) কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। কে জানতো, পরের দিনই এমন দুঃসংবাদ আসবে!

চলতি আইপিএলে স্টার স্পোর্টস কমেন্ট্রি প্যানেলের হয়ে দায়িত্ব পালন করছিলেন ডিন জোন্স। মুম্বাইয়ের একটি সেভেন স্টার হোটেলে জৈব সুরক্ষিত বলয়ে ছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

তার সঙ্গে স্টার স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি এবং ভারতের সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া। আজ সকালেও তারা তিনজন একসঙ্গে সকালের নাস্তা করেছেন।

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, নাস্তার পর সকাল ১১টার দিকে হোটেলের করিডোরে দাঁড়িয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে ব্যাট-বল নিয়ে মেতে উঠেছিলেন জোন্স। এ সময় হঠাৎ বুকে ব্যথা উঠলে মেঝেতে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

স্টার স্পোর্টস এক বিবৃতিতে বলেছে, ‌‘অতীব দুঃখের সঙ্গে আমরা ডিন জোন্সের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।’

ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যে জনপ্রিয়তা পাওয়া এই তারকা দেশ-বিদেশে কমেন্ট্রি করে বেড়াতেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে তিনি আইপিএলের হোস্ট ব্রডকাস্টার হিসেবে কাজ করছেন।

১৯৮৪ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন জোন্স। তার ৮ বছরের ক্যারিয়ার শেষ হয় ১৯৯২। যেখানে সাদা পোশাকে ৪৬.৫৫ গড়ে ১১টি সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩ হাজার ৬৩১ রান করেছেন।

টেস্টের মতো ওয়ানডেতেও সফল ছিলেন ডানহাতি জোন্স। ৫০ ওভারের ম্যাচে ৪৪.৬১ গড়ে ৭টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটিতে ৬ হাজার ৬৮ রান করেছেন।

Recent Posts

Leave a Comment