আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা
আন্তজার্তিক ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় পেতে রাখা বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
গত বুধবার সকালে তার গাড়ি বহর লক্ষ্য করে চালানো এ হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রেখা ডুরান্ড লাইন ইস্যু উত্থাপন করে আমরুল্লাহ সালেহ বলেছিলেন, আফগানিস্তানের কোন রাজনীতিবিদ ডুরান্ড লাইনের বিষয়টি উপেক্ষা করতে পারেন না। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আলোচনা ও সমাধান প্রয়োজন।
আমরুল্লাহ সালেহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত বলেছে, আফগানিস্তানে শান্তি রক্ষার জন্য সন্ত্রাসবাদী অবকাঠামো নির্মূল করার লড়াইয়ে আফগানিস্তানের পাশে আছে ভারত।
অন্যদিকে সীমান্তে সন্ত্রাসবাদ ও আফগানিস্তানের রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপের কট্টর সমালোচক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ওপর এই হামলায় পাকিস্তান ও তার গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জড়িত থাকার বিষয়ে আঙুল তুলেছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার অপব্যবহার করছে হাক্কানী নেটওয়ার্কসহ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা। সালেহর ওপর সাম্প্রতিক হামলা পাকিস্তানের আর্মি ও আইএসআই দ্বারা পরিকল্পিত হামলা। তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়টি পাকিস্তানের মুখোশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।