চাঁদপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান
স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ও মূল্য বৃদ্ধি রোদে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে তিনটি আড়ত ও কয়েকটি দোকানে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (১৪/০৯/২০) নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এবং আবিদা সিফাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চাঁদপুর পৌরসভার পুরানবাজার ও পালবাজার এলাকায় মোবাইল কোর্টের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে যাতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পেঁয়াজের বাজার মনিটরিং এ এই অভিযান অব্যাহত থাকবে।
Recent Posts