ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালিত

 In চাঁদপুর, মতলব উত্তর উপজেলা

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক অ্যাড: মহসীন মিয়া মানিক।

ছেংগারচর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক মোঃ শাহজাহান মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, পৌর যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন খান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন খান, জামাল হোসেন চৌধুরী, সারোয়ার সরকার, নাছির খান, বাবু মোল্লা, সোহরাব হোসেন,রতন সরদার,আলী খান বাবু, মাহফুজ শিকদার, মোঃ হারুন-অর-রশিদ,রাসেল বাবু,আলা উদ্দিন ফকির, সোহাগ চৌধুরী, আক্তার হোসেন, কাউসার আহমেদ, ফয়সাল আহমেদ, ইব্রাহিম মিয়া, সিয়াম হোসেন, সাইফুদ্দিন আহমেদ, মোঃ নূর নবী খান প্রমূখ। পরে মিলাদ মাহফিল ও দোয়ার পর মাদ্রাসার ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনায় ছিলেন ডা. নওয়াব আলী মেমোরিয়াল ট্রাস্ট জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ কফিল উদ্দিন।

Recent Posts

Leave a Comment