ফরিদগঞ্জে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আটক

 In চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা মনির হোসেনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এর আগে স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে মেয়েসহ থানায় হাজির হয়ে স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে রোববার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। রোববার গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটকের পর পুলিশ সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করে। অপরদিকে ঘটনার শিকার মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্ধী দেওয়ার জন্য চাঁদপুরে প্রেরন করে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মনির হোসেনের সাথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মুক্তা বেগমে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করতো। মহামারি করোনার কারনে তারা বর্তমানে নিজেদের বাড়ী ফরিদগঞ্জের লক্ষ্মীপুর গ্রামে অবস্থান করছিল। গত ২২ সেপ্টেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম বাড়ীতে না থাকায় মনির হোসেন ৭ম শ্রেণিতে পড়ুয়া তার ঔরষজাত মেয়েকে জোরপুর্বক ধর্ষন করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের মা বাদী হয়ে মামলা দায়েরের পর আমরা অভিযুক্ত মনির হোসেনকে আটক করে সোমবার সকালে আদালতে প্রেরন করি।

Recent Posts

Leave a Comment