ডার্বিতে লিভারপুল-এভারটনের রোমাঞ্চকর ড্র
স্পোর্টস ডেস্ক :
দুইবার এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিভারপুল। রোমাঞ্চকর মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে অলরেডরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। ৭২তম মিনিটে ফের লিভারপুল এগিয়ে যায় মোহামেদ সালাহর গোলে। কিন্তু চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ডমিনিক কালভার্ট-লেউইন দ্রুতই সমতায় ফেরায় এভারটনকে। লুকাস ডিগনের পাস থেকে ৮১তম মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড।
ম্যাচের শেষদিকে দারুণভাবে জমে ওঠে দু’দলের ডার্বি। যোগ করা অতিরিক্ত দ্বিতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের গোলটি অফ-সাইডের কারণে বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো লিভারপুল। প্রথমে গোলের বাঁশি বাজালেও পরে তা বাতিল করেন ম্যাচ রেফারি। তার আগে ৯০তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিচার্লিসন।
এই ড্রয়েও শীর্ষস্থান অটুট রেখেছে এভারটন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল।