ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন কাভানি

 In খেলাধুলা

স্পোর্টস ডেস্ক :

ফ্রি ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ‍ইউনাইটেড। দুই বছরের গুঞ্জন শোনা গেলেও রেড ডেভিলরা ৩৩ বছর বয়সী উরুগুইয়ান তারকার সঙ্গে চুক্তি করেছে এক বছরের জন্য।

গত জু্নের শেষে পিএসজি ছাড়েন কাভানি। ক্লাব ক্যারিয়ারে ৫৫৬ ম্যাচে ৩৪১ গোল করেছেন তিনি। তার মধ্যে ফরাসি জায়ান্টদের জার্সিতে ৩০১ ম্যাচে করেন রেকর্ড ২০০ গোল। এছাড়া উরুগুয়ে জাতীয় দলের হয়ে ১১৬ ম্যাচে ৫০ গোল করেছেন কাভানি।

ইউনাইটেডের হয়ে কাভানির অভিষেক হতে পারে ২০ অক্টোবর, চ্যাম্পিয়নস লিগে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। এর আগে আন্তর্জাতিক বিরতির পর ওলে গানার সুলশারের শিষ্যরা ১৭ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১৬তম স্থানে আছে রেড ডেভিলরা। রোববার (০৪ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টটেনহামের হাতে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয় ইউনাইটেড।

Recent Posts

Leave a Comment