কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন উপনির্বাচন সম্পন্ন

 In কচুয়া উপজেলা, রাজনীতি

মো: রাছেল,কচুয়া :
কচুয়া উপজেলার সাচার ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পূর্ব মুহুর্তে কেন্দ্র এলাকার বাহিরের নৌকা প্রতীকের কর্মীরা কেন্দ্রে অবস্থান নেওয়ার চেষ্টা করলে স্বতন্ত্র চশমা প্রতীক প্রার্থীর কর্মীরা দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। একই ইউনিয়নের বজরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৌকা ও চশমা প্রতীক প্রার্থীর কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।
অপর দিকে ১০নং উত্তর গোহট ইউনিয়নের খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। বুরগী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ ব্যক্তিকে ৩ দিনের কারা-াদেশ প্রদান করে। দুপুরের দিকে জালভোট দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে নৌকা প্রতীক প্রার্থী কবির হোসেনের বড় ভাই জসিম প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক প্রার্থী সমর্থকদের হাতে লাঞ্ছিত হন। তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীক প্রার্থীর কর্মী সমর্থকরা বিবাধে লিপ্ত হলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করেন। প্রায় ১ ঘণ্টা স্থগিত থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রের পরিবেশ নিয়ন্ত্রনে এনে পূণরায় ভোট গ্রহণ শুরু করা হয়।

Recent Posts

Leave a Comment