পরাজয় না মেনেই ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পরে অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনও পরাজয় স্বীকার করেনেনি।

আইনি লড়াই অব্যাহত রাখবেন তিনি।

মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা সংস্থার যা করণীয়, তা অবশ্যই করা উচিত।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।

জিএসএ জানিয়েছে, তারা ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকেই জয়ী হিসেবে স্বীকার করছে।

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প পরাজয় স্বীকার করতে রাজি নন। তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।

Recent Posts

Leave a Comment