পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
বিশেষ প্রতিনিধি : খুলনা
খুলনার মহানগরীর খালিশপুর বাংলার মোড় এলাকার এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাওনা টাকা আনতে এ ধর্ষনের শিকার হয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নতুন রাস্তা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জড়িত থাকার অভিযোগে রাবিব (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ওই গৃহবধূ মতি নামের এক ভাঙারি ব্যবসায়ীর পাওনা টাকা আনতে সোমবার রাতে বাসা থেকে বের হয়। বাঁশপট্টির সামনে গেলে মহেন্দ্রতে থাকা ৩ থেকে ৪ জন যুবক গাড়ি থেকে নেমে গৃহবধূর পথ আটকে জোর করে তাকে বাঁশপট্টির ভেতরে নিয়ে যায়। সেখানে রাব্বি নামে এক যুবক তাকে ধর্ষণ করেছে বলে ওই গৃহবধূ অভিযোগ করেন। পরে ওই গৃহবধূর মা রাব্বিকে প্রধান আসামি করে তিন যুবকের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। এছাড়া অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে। ওসি জানান, অভিযুক্তরা ওই গৃহবধূর পূর্ব পরিচিত ছিল বলে জানা গেছে।