ফরিদগঞ্জে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের উদ্বোধন

 In চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা

কামরুজ্জামান:

ফরিদগঞ্জ উপজেলায় সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদর বাজারের ওয়ান স্টার হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’র পার্টি সেন্টারে শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস কোম্পানীর চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জবাসী শীঘ্রই আমাদের এই সেবা গ্রহণ করতে পারবেন। এই শাখাগুলোর মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানে আমাদের প্রতিষ্ঠান সহায়ক হবে। তিনি আরো বলেন, ন্যায্যমূল্যে মানুষের দৌরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস সারাদেশে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে গ্রাহক সহজে দ্রুত সেবা পাবেন।
আসছে পহেলা জানুয়ারি ২১ সাল হতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড-এর লিংক রোড কার্যালয় থেকে সেবা গ্রহীতাগণ সেবা গ্রহণ করতে পারবেন।
ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ফরিদগঞ্জ শাখা এজেন্ট টুটন-দে’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সহকারি পরিচালক মো.মাহমুদুল হাসান, সাংবাদিক মো. শিমুল হাছান, গাজী মমিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি কোষাধক্ষ্য সোহেল পাটওয়ারী, ব্যবসায়ী শিমুল পাটওয়ারী, তাজুল ইসলাম, গোপাল চন্দ্র দে ও তন্ময় প্রমুখ।

Recent Posts

Leave a Comment