বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু: অধ্যাপক হোসাইন কবির

 In চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা

আবদুস সালাম :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন হোসাইন কবির। এ সময় তিনি তার বক্তব্যে বলেন- ‘বড় হতে হলে পড়তে হবে। না পড়লে বঙ্গবন্ধু হওয়া যাবে না। মানুষ হওয়ার জন্যও পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই।’ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন- ‘আপনাদের প্রতি অনুরোধ, আমার এলাকায় আমার সন্তানরা আমার পরের প্রজন্ম যাতে করে ভালো মানুষ হতে পারে, তার জন্য কিন্তু খেলাধুলার প্রয়োজন রয়েছে। তার জন্য জাতীয় দিবস গুলো পালন করতে হবে। বাংলাদেশকে মানতে হলে বঙ্গবন্ধুকে মানতে হবে। এছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। ছেলে- মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম প্রকৃত মানুষ হতে পারে। সে জন্য আপনাদেরকে ভূমিকা নিতে হবে ’।
গত ২৬ ডিসেম্বর বিকালে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাটিরগাঁও- রুদ্রগাঁও মিলনস্থল ঈদগাঁও মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে, সাবেক ব্যাংকার আরিফ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক মো.কামরুল হাসান সাউদ। ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু। ৪,৫,৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক কাউন্সিলর ছাবিনা আক্তার, ডা. মিজানুর রহমান, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো.বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Recent Posts

Leave a Comment