চাঁদপুরে ছাত্র এবং যুব অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

 In চাঁদপুর

রিয়াজ শাওন:

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে হৃদয়ে ধারণা করে চাঁদপুর জেলা ছাত্র এবং যুব অধিকার পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।গতকাল ৩ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় সংগঠনের নেতা-কর্মীরা চাঁদপুর শহরে কালিবাড়ি রেলওয়ে স্টেশনে এবং বড় স্টেশনের আশেপাশে অসহায় শীতার্ত শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি আজিজুল হক রাসেল ও আক্তারুজ্জামান দিপু, সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল প্রধানীয়,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মাহবুব আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মানিক মিয়া, যুব অধিকার পরিষদের সদস্য কাজী রাসেল, সালমান ফারজি, আকাশ মোহাম্মদ দিদার, কবির হোসেনসহ বিভিন্ন কলেজ এবং উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

Recent Posts

Leave a Comment