চাঁদপুর প্রেসক্লাবের ৪৪ বছর পূর্তি ও অভিষেক অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি:
দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে চাঁদপুর প্রেসক্লাবের ৪৪ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের ভাবমূর্তি ও দুর্নীতি প্রতিরোধে সঠিক ও activity tracker android বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান buy essay জানান অতিথিবৃন্দ।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান buy a nursing research paper অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি চাঁদপুরের http://customessaywriting365.com/ সাংবাদিকদের বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করে বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্য দেয়ায় চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের অনেক স্থান থেকে ভালো। তিনি ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত android spy software ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. হাবিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
পরে সওগাত সম্পাদক ‘মরহুম নাসিরউদ্দিন’ স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অতিথিদের বক্তব্যের ফাঁকে-ফাঁকে শিল্পীরা গান ও phone tracker android and iphone নাচ পরিবেশন করে।