চাঁদপুর পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ http://cellphonetracker24.com/ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি stolen phone tracker android চাঁদপুর হাসান আলী উচ্চ sms tracker android without target phone বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর phone tracker প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসেক্লাব সংলগ্ন ডাকাতয়িা নদীর উন্মুক্ত স্থানে দিন ব্যাপী র্বষবরণ অনুষ্ঠান ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়।



এসময় উপস্থিত ছিলেন জেলা পশোসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর পৌর মেয়র নারিছর উদ্দিন আহমেদ প্রমূখ।



সকাল ১১টায় অনুষ্ঠিত হবে চাঁদপুর বড় স্টশেনরে মোলহেডে দশেীয় android spy software সঙ্গীতানুষ্ঠান, বকিলে ৪টায় ডাকাতয়িা নদীতে অনুষ্ঠতি হবে স্বল্পপাল্লা ও দূরপাল্লার সাঁতার প্রতেিযাগতিা, সন্ধ্যা ৭টায় মাল্টমিডিয়িা প্রজক্টেররে মাধ্যমে বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হবে পয়লা
বৈশাখ ও দেশীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যর্পূণ চল”িত্র প্রর্দশন করা হবে।

Recent Posts

Leave a Comment