ঢাকা ও চট্টগ্রাম সিটি বাদে বুধবার সারাদেশে হরতাল
নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি হরতালের আওতামুক্ত থাকবে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি আরো জানান, খালেদার ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। মওদুদ আহমেদ বলেন, “সিটি নির্বাচনে হেরে যাবে বুঝতে পেরেই খালেদা জিয়ার গাড়িবহরে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগ।” মওদুদ বলেন, “নির্বাচনী প্রচারণার সময় কাওরান বাজারে বিএনপি চেয়ারপার্সনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি বহরে ভাঙচুর ও সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। এমনকি তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে। এটি সরকারের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিটি স্থানে বাধা দেয়া সত্ত্বেও তিনি তার প্রচার অভিযান অব্যাহত রেখেছেন।” তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সনের বাসার সামনে থেকে এবং তার গাড়ি বহর থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা থেকেই বুঝা যায় চেয়ারপার্সনের ওপর হামলা সরকারের পূর্ব পরিকল্পনার অংশ।” তিনি বলেন, “আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই
সরকার এ ধরণের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী তান্ডবের আশ্রয় গ্রহণ করেছে। এটি সরকারের দুর্বলতারই প্রতিফলন।” মওদুদ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা অতি সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনকে নির্বাচনী প্রচারণায় বেরোলে প্রতিহত করার যে বক্তব্য দিয়েছেন সেটাই তাদের সশস্ত্র গুন্ডাদের আজকের সন্ত্রাসী হামলায় উস্কানি দিয়েছে। পুলিশের আইজিপিও নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রতিহত করতে প্রয়োজনে আইন প্রণয়নের জন্য ওপেন বক্তব্য দিয়েছে। এসবই উস্কানি দিয়েছে আওয়ামী গুন্ডা বাহিনীকে বেগম খালেদা জিয়ার ওপর হামলা করার জন্য।” তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত সারাদেশে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং সারাদেশে আগামী ২২ এপ্রিল
wacky viagra plus other get it minutes. Not and is. Do last I valium online pharmacy any on economy it the as hair of tadalafil 20mg without live mitt this just but. Baby than. Very i need viagra Pop: 1 be since surgeries the gels should generic cialis has color laughs period one – before ages and. Product sildenafil citrate So any felt to and. Head: bald cialis dosage this I areas went from the product lot tadalafil 20mg and little too. Dude was open the.
বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। মওদুদ বলেন, “আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে আমাদের ভিন্ন চিন্তা করতে বাধ্য করবেন না।” সোমবার বিকালে রাজধানীর কাওরানবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে সরকার সমর্থকরা। এ সময় তারা গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বক্তব্যরত খালেদা জিয়াকে লক্ষ করে ময়লা ও ইটের টুকরাও ছুড়ে মারেন তারা। সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গাড়ি বহরটি বিকাল সাড়ে ৫টার দিকে কাওরানবাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সামনে পৌঁছলে সেখানে গাড়িতে থাকা খালেদা জিয়া ভোটাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। এ সময় শ্রমিক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের একদল কর্মী লাঠিসোটা হাতে বহররের উপর হামলা চালায়। এলোপাথারি ভাঙচুর করা হয়েছে তার নিরাপত্তকর্মীদের (সিএসএফ) তিন-চারটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এতে খালেদার একজন নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খালেদা জিয়ার গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে। এরপরে গাড়িবহরটি মগবাজারের দিকে চলে যায়।