১৫ হাজার মিটার কারেন্ট জাল ও জাটকা জব্দ
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মেঘনা ও পদ্মা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫০ কেজি জাটকা আটক করেছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ ইনচার্জ মনির আহমেদর নেতৃত্বে একটি দল এ
অভিযান চালায়।
এসময় তারা রাজরাজেশ্বর থেকে চাঁদপুর মোহনা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এছাড়াও জাল থেকে ১৫ কেজি জাটকা উদ্ধার করে। জব্দকৃত জাল গুলো সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সওকত করিমের উপস্থিতি জাল গুলো পুড়ানো হয়। এবং গরীব ও দুস্থদের মাঝ জাটকা মাছ বিতরন করা হয়।
নৌ ফাঁসির ইনচার্জ মনির আহমেদ জানায় উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে জাটকা রক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
sildenafilotconlinerx.com this site – sildenafil 20 mg price – cialis or viagra – cialis free coupon – cialis canada